শর্ট টেকনিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখুন

শর্ট টেকনিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখুন


সাধারণ জ্ঞান অংশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সংস্থার নাম ও সদর দপ্তর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর গুলোর নাম এবং মুখস্ত করার সহজ উপায় বিষয়ে আলোচনা করব।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো আসে তার নিচে তালিকা প্রকাশ করা হলো। সকল আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এর প্রশ্ন ছবিসহ নিচে দেওয়া হল। আশাকরি আপনারা অতি সহজে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার বিষয় মনে রাখতে পারবেন। আমরা বিভিন্ন সংস্থার সদর দপ্তর এর সংক্ষিপ্ত তথ্য আকারে তুলে ধরলাম।



ছবিটি ডাউনলোড করতে চাইলে, ছবি ডান পাশের লং প্রেস করুন। পরবর্তীতে পড়ার জন্য পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

জেনেভা,সুইজারল্যান্ড:

ক) যে সংস্থার নাম প্রথমে I/W এবং শেষে U/R/Oআছে তাদের সদর দপ্তর এখানে। যেমন: WHO, WTO, ILO, ISO, WIPO, IPU, ITU

খ) SARRC এবং CIRDAP ব্যতিত ‘R’ যুক্ত সকল সংস্থার দপ্তর এখানে। যেমন: OHCHR, UNHCR, UNHRC, ICRM, UNITAR, UNRISD, RED CROSS.

গ) অন্যান্য: কোন সংস্থার নামের সাথে T এবং C যুক্ত থাকলে সদর দপ্তর এখানে। যেমন: UNCTAD, ITC.

২) ওয়াশিংটস ডিসি, যুক্তরাষ্ট্র: ‘I’ শুরু এবং A/B/C/D/E দিয়ে শেষ হলে সদর দপ্তর এখানে। IMF, IFC, IDA, IDB, IBRD, ICSID ব্যাতিক্রম: MIGA, OAS.

৩) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: কোন সংস্থার নামের সাথে UN এর সাথে E/Fযুক্ত থাকলে সদর দপ্তর এখানে। যেমন: UNIFEM.UNICEF, UNFPA ব্যতিক্রম: UN,UNDP . ৪) রোম, ইতালি: যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলোর সদর দপ্তর এখানে। যেমন: IFAD, WEP, FAO

আমেরিকাঃ ১।জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক ২। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক ৩ UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে

৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক ৫। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

৬। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন ডিসি ৭।IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি

৮!IDA ( Int’l Development Association) বৃটেনঃ ৯। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন১০ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল, লন্ডন ১১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন ১২। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন। সুইজারল্যান্ড ১৩।আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।

১৪। ২১। WHO এর সদর দপ্তর=জেনেভা ১৫।WTO এর সদর দপ্তর= জেনেভা। ১৬। WLO এর সদর দপ্তর= জেনেভা ১৭।ILO-এর সদর দফতর= জেনেভা। ১৮।WIPO এর সদর দপ্তর=জেনেভা ১৯ ।UNCTD এর সদর দপ্তর= জেনেভা

২০।ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা বেলজিয়ামঃ ২১।ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম ২২। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম. অস্ট্রিয়া ২৩। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা, অস্ট্রিয়া ২৪।OPEC এর সদর দপ্তর= ভিয়েনা,অস্ট্রিয়া ২৫। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা,অস্ট্রিয়া ২৬।ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ ২৭।OPCW (Organisation for the Prohibition of ChemicalWeapons) এর সদর দপ্তর= হেগ

২৮।আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ ফ্র্যান্সঃ ২৯।ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও, ফ্র্যান্স ৩০। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স। ৩১।UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে ইতালি ৩২। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম,ইতালি ৩৩।FAO এর সদর দপ্তর=রোম , ইতালি চীনঃ ৩৪।NDB সদর দপ্তর- সাংহাই , চীন ৩৫।AIIB সদর দপ্তর- বেইজিং, চীন ৩৬।

IRRI-এর সদর দপ্তর= লস ব্যানোস,ফিলিপাইন ৩৭।এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা,ফিলিপাইন ৩৮।ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা, সৌদি আরব ৩৯।OIC এর সদর দফতর= জেদ্দা,সৌদি আরব ৪০।BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা ৪১।‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা ৪২। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু) ৪৩।D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক ৪৪।UNU (United Nation University)= টোকিও, জাপান।

৪৫।ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড ৪৬। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত) ৪৭। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি। ৪৮।PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন ৪৯।NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন

৫০।G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন ৫১।G-77সদর দপ্তর=সদর দপ্তরবিহীন জেনেভা,সুইজারল্যান্ডঃ ক) যে সংস্থার নাম প্রথমে I/W এবং শেষে U/R/Oআছে তাদের সদর দপ্তর এখানে।

যেমন: WHO, WTO, ILO, ISO, WIPO, IPU, ITU খ) SARRC এবং CIRDAP ব্যতিত ‘R’ যুক্ত সকল সংস্থার দপ্তর এখানে। যেমন: OHCHR, UNHCR, UNHRC, ICRM, UNITAR, UNRISD, RED CROSS.

অন্যান্য সংস্থাগুলোর নাম ও সদর দপ্তর

গ) অন্যান্য: কোন সংস্থার নামের সাথে T এবং C যুক্ত থাকলে সদর দপ্তর এখানে। যেমন: UNCTAD, ITC. ওয়াশিংটস ডিসি, যুক্তরাষ্ট্রঃ ‘I’ শুরু এবং A/B/C/D/E দিয়ে শেষ হলে সদর দপ্তর এখানে। IMF, IFC, IDA, IDB, IBRD, ICSID ব্যাতিক্রম: MIGA, OAS. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রঃ কোন সংস্থার নামের সাথে UN এর সাথে E/Fযুক্ত থাকলে সদর দপ্তর এখানে।

যেমন: UNIFEM.UNICEF, UNFPA ব্যতিক্রম: UN,UNDP রোম, ইতালিঃ যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলোর সদর দপ্তর এখানে। যেমন: IFAD, WEP, FAO.

আশা করি, আশা করি বিষয়টি পড়ে আপনাদের অনেক ভাল লাগবে এবং সকল পরীক্ষায় এই শর্ট টেকনিক অবলম্বন করে আপনারা অনেক উপকৃত হবেন আমাদের ওয়েবসাইট থেকে আরো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান 


Post a Comment

Previous Post Next Post