নাসুমের পর তাইজুলের আঘাত

 


তাইজুলের আরেকটি উইকেট

শাই হোপ স্টাম্পড ব তাইজুল ইসলাম।

কিমো পল স্টাম্পড ব তাইজুল ইসলাম।

তাইজুলের নবম ওভারের প্রথম বলে তাঁকে চার মেরেছিলেন পল। তবে এক বল পরই প্রতিশোধ নিলেন তাইজুল। টার্নে পরাস্ত হয়েছেন বেশ খানিকটা পা বাড়িয়ে খেলার চেষ্টা করা পল। বল ব্যাটে লাগেনি, তবে পা পপিং ক্রিজের বাইরেই ছিল পলের। উইকেটের পেছনে দারুণ কাজ করেছেন নুরুল। ইনিংসে তাইজুলের বলে দ্বিতীয় স্টাম্পিং করলেন বাংলাদেশ উইকেটকিপার।তাইজুল পেলেন চতুর্থ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ হারাল ষষ্ঠ উইকেট।

পুরানের অর্ধশতক

যখন নামেন, ১৬ রানে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান এরপর সতীর্থদের দেখানোর চেষ্টা করলেন, এমন উইকেটে কীভাবে ব্যাটিং করা যায়। কিসি কার্টি অসময়ে ফিরেছেন, ইনিংস বড় করতে পারেননি রোভম্যান পাওয়েলও। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ঠিকই পেয়ে গেলেন অর্ধশতক। মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের নবম অর্ধশতক পূর্ণ করেছেন এ বাঁহাতি। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে এটি প্রথম অর্ধশতক তাঁর।

এখনো ওয়েস্ট ইন্ডিজের অবস্থা সুবিধার নয়, তবে পুরান টিকে আছেন এখনো।

পাওয়েলকে থামালেন তাইজুল

আগের ওভারে মিরাজকে ছয় মেরে আক্রমণের ইঙ্গিত দিয়েছিলেন পাওয়েল। পরের ওভারে তাইজুলের বলে ফিরতে হলো তাঁকে।

দ্রতগতির বলে বেশ তীক্ষ্ণ টার্ন ছিল, জায়গা বানিয়ে পেছনের পায়ে ভর করে খেলতে যাওয়া পাওয়েল বেসামাল হয়ে পড়েন তাতেই। ২৯ বলে ১৮ রান করে বোল্ড হয়েছেন তিনি। তাইজুল নিলেন নিজের তৃতীয় উইকেট, ১১৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে আরেক দফা চাপে পড়ল ওয়েস্ট ইন্ডিজ।

পাওয়েলকে থামালেন তাইজুল

আগের ওভারে মিরাজকে ছয় মেরে আক্রমণের ইঙ্গিত দিয়েছিলেন পাওয়েল। পরের ওভারে তাইজুলের বলে ফিরতে হলো তাঁকে।

দ্রতগতির বলে বেশ তীক্ষ্ণ টার্ন ছিল, জায়গা বানিয়ে পেছনের পায়ে ভর করে খেলতে যাওয়া পাওয়েল বেসামাল হয়ে পড়েন তাতেই। ২৯ বলে ১৮ রান করে বোল্ড হয়েছেন তিনি। তাইজুল নিলেন নিজের তৃতীয় উইকেট, ১১৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে আরেক দফা চাপে পড়ল ওয়েস্ট ইন্ডিজ।

আবার চাপে ওয়েস্ট ইন্ডিজ

কিসি কার্টিকে নাসুম আহমেদ ফেরানোর পর আবার রান তুলতে হিমশিম খাচ্ছে স্বাগতিকেরা। কার্টি ফেরার পর ৭.১ ওভারে পুরান ও রোভম্যান পাওয়েলের জুটিতে উঠেছে ১৭ রান। ৩৪তম ওভারে অবশ্য উঠেছে ৫ রান, ওয়েস্ট ইন্ডিজ ছুঁয়েছে ১০০ রান।

কার্টিকে ফিরিয়ে ব্রেকথ্রু দিলেন নাসুম

হতাশ নিকোলাস পুরান। হতাশ কিসি কার্টিও!

নাসুম আহমেদের বলটা ছিল গুডলেংথে, তবে সেটিতে পেছনের পায়ে ভর দিয়ে তুলে মারতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন কার্টি। লং অনে তামিম ইকবাল ভুল করেননি, ৬৬ বলে ৩৩ রান করে উইকেট ছুড়ে এলেন কার্টি। ভাঙল পুরানের সঙ্গে তাঁর ৬৭ রানের জুটি।

২৭তম ওভারে ৮৩ রানে চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ছয়, ফিফটি জুটি

মিরাজের ওপর চড়াও হয়েছেন কার্টি। ডাউন দ্য গ্রাউন্ডে এসে লং অন দিয়ে মেরেছেন ম্যাচের প্রথম ছয়। ওই ছয় দিয়েই পুরানের সঙ্গে তাঁর জুটি পেরিয়ে গেছে অর্ধশতক। সিরিজে বাংলাদেশ স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াচ্ছে এ জুটিতে। বাংলাদেশ অপেক্ষায় আরেকটি ব্রেকথ্রুর।

২৩ ওভারে ৭১/৩।

সিরিজে সর্বোচ্চ জুটি উইন্ডিজের

পুরান-কার্টির জুটি পেরিয়ে গেছে ৪০ রান। সিরিজে এখন এটিই সর্বোচ্চ জুটি স্বাগতিকদের। সিরিজে প্রথমবারের মতো বোলিংয়ে এসেছেন আফিফ হোসেন। ইনিংসে ষষ্ঠ বোলার ও পঞ্চম স্পিনার হিসেবে এলেন তিনি। প্রথম ওভারে আফিফ তাঁর অফ স্পিনে দিয়েছেন ২ রান।

১৯ ওভারে ৫৮/৩।

Post a Comment

Previous Post Next Post