চট্টগ্রামে শনাক্ত ৪৩৮, মৃত্যু ১১

 

চট্টগ্রামে শনাক্ত ৪৩৮, মৃত্যু ১১


বিজ্ঞাপন

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৫ হাজার ৪৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ১৩৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৭৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৫৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের চারজন শহরের, অপর সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৭৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় সাত ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৩০১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ২২ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Post a Comment

Previous Post Next Post