তালেবানরা আন্তর্জাতিক বৈধতা পাবে না বলে যুক্তরাষ্ট্রের সতর্কতা

 



আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 

ইতিমধ্যে দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। তাদের হামলায় অসংখ্য বেসামরিক লোকজন মারা যাচ্ছে। যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে তালেবানরা আন্তর্জাতিক বৈধতা পাবে না বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জেন সাকি বলেন, আফগানিস্তানে তালেবানরা যা করছে, তারা যদি কখনো আন্তর্জাতিক বৈধতা চায়, সেক্ষেত্রে গোষ্ঠীটি সেটা পাবে না। আর এটা আমি নিশ্চিত করে বলতে পারি।

দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান, জেল থেকে বন্দিদের মুক্তি

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বার্তা হলো- আফগানিস্তানের ক্ষমতায় যেতে তালেবানরা যে পথ অবলম্বন করছে সেটা থেকে অবশ্যই তাদের সরে আসতে হবে। পাশাপাশি সংঘাতমূলক কর্মকাণ্ডে তারা যে পরিমাণ শক্তি ব্যবহার করছে তা দেশটিতে শান্তি স্থাপনের উদ্দেশে ব্যয় করতে হবে।

এদিকে, আফগানিস্তানের একটি জেলখানা দখল করেছে তালেবান যোদ্ধারা। দখলের পর সেখানে আটক সব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির জোজ্জন প্রদেশে ঘটেছে এ ঘটনা।


সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায়, শনিবার বিদ্রোহীরা হামলা চালানোর পর শত শত বন্দি জোজ্জন প্রদেশের রাজধানী শেবারগান শহরের কারাগার থেকে বেরিয়ে যাচ্ছে। তালেবানরা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে, এটি জঙ্গিদের হাতে দখল হওয়া দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। দেশজুড়ে যুদ্ধ বেড়ে যাওয়ায় এটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় আঘাত। এর আগে, নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহরটি বিদ্রোহীরা দখল করে। এটি তালেবানের হাতে পতন হওয়া প্রথম আঞ্চলিক রাজধানী ছিল।



Post a Comment

Previous Post Next Post