কুস্তিয়ার হালসা রেলস্টেস্নের কছে লাইনচুত ট্রেনটি উধার করে। রেলের পাকশী অঞ্চল নিউজকে বলেন,উধারকারি ট্রেন বেলা ২টআর দিকে এসে ট্রেন টি উধার করে।
রেল প্রধান বলেন,স আ ৭টার দিকে ট্রেন টি ব্রেক করতে গিয়ে লাইঞ্চুত হয়ে পড়ে।বিকল্প লাইনের অপর দিয়ে জাওয়ায় ট্রেনের কোন সমস্যা হয় নাই। লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনের একটি কনটেইনার ছিদ্র হয়ে ফার্নেস ওয়েল পড়ে গেছে। ওই কন্টেইনারের গায়ে ৪২ টন লেখা রয়েছে। এই ফার্নেস পড়ার পর রেল লাইনের নিচেই তা পড়ে গেছে। এছাড়াও এটি ফার্নেস, অপরিশোধিত তেল হওয়ায় কোন ঝুঁকি নেই।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তারা রিপোর্ট দেবেন।
পোড়াদহ রেল পুলিশের ওসি মনজের আলী আরটিভি নিউজকে বলেন, দুই রেল লাইনে মাঝে জমে থাকা ফার্নেস তেল শুকিয়ে যাচ্ছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে রেল পুলিশ মোতায়েন রয়েছে। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ইশ্বরদী অভিমুখে যাচ্ছিল।