লুকিয়ে রাখা কোটি টাকার রোলস

 কানাডার বিখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের  কোটি টাকা মূল্যের একটি গাড়ি আমদানির পর শুল্কায়নের আগেই সরিয়ে নিয়েছিলেন আমদানিকারক। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের লোকেরা ওই গাড়ি উদ্ধার করে জব্দ করে রেখেছে।

লুকিয়ে রাখা কোটি টাকার রোলস


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানকেরা কলকাতা ইপিজেডের হংকং ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত জেড অ্যান্ড জেড  লিমিটেড গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে।

এরপর শুল্কায়নের জন্য কাগজপত্র দাখিল করা হয় কাস্তমস হাউজে। তবে শুল্কায়নের আগেই মে মাসে গাড়িটির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কানাদার। এ খবর জানতে পেরে শুল্ক গোয়েন্দা সঅংত্থাথা ও তদন্ত অধিদফতর প্রথমে চট্টগ্রাম ইপিজেডে অভিযান চালায়। এরপর নিশ্চিত হয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক শামসুল আরেফিন খানের নেতৃত্বে বারিধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বাসার গ্যারেজে অভিযান চালানো হয়।  জুলাই মাসে ওই বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করেন তারা।

শুল্ক গোয়েন্দা অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, আমদানিকারক যে বিধিতে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি আমদানি করেছেন, তাতে দুই হাজার সিলিন্ডার ক্যাপাসিটির গাড়িতে এ সুবিধা পাওয়ার কথা। তবে আমদানি করা গাড়ির বনেটে স্টিকার অনুযায়ী এটির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০।



Post a Comment

Previous Post Next Post