ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

 

পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী। গতকাল শুক্রবার (৮ জুলাই) তাঁরা ঢাকা ছাড়েন বলে আজ শনিবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।


মন্ত্রী জানান, ৮ জুলাই সব মিলিয়ে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। এর মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম এদিন ঢাকার বাইরে গেছে।

ঈদের ছুটির আগে ৭ জুলাই ছিল শেষ কর্মদিবস। তাই ওই দিন রাত থেকেই ঢাকা ছাড়ার চাপ বেড়ে যায়। পরদিন শুক্রবার হওয়ায় অনেক মানুষ একসঙ্গে রাজধানী ছেড়ে যান।


এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। কেননা এই তথ্য মোবাইল সিমের সংখ্যার ভিত্তিতে করা। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। শিশুদের নামে সিম নিবন্ধন করা নেই।

Post a Comment

Previous Post Next Post